প্রশ্ন: বাংলাদেশে মোট জমির পরিমাণ কত?
উ: ৩ কোটি ৩৮ লাখ ৩৪ হাজার একর।
প্রশ্ন: বাংলাদেশে মোট আবাদযোগ্য জমির পরিমাণ কত?
উ: ২ কোটি ১ লাখ ৫৭ হাজার একর।
প্রশ্ন: 'রবিশস্য' বলতে কি বোঝায়?
উত্তর: শীতকালীন শস্য।
প্রশ্ন: দেশের বৃহত্তম 'দত্তনগর কৃষি খামার' কোথায় অবস্থিত?
উত্তর: মহেশপুর, ঝিনাইদহ।
প্রশ্ন: বন্যা প্লাবিত জমির পরিমাণ কত?
উ: ১ কোটি একর।
প্রশ্ন: কৃষির রবি মৌসুম কোন কোন মাস নিয়ে হয়?
উত্তর: কার্তিক-ফাল্গুন।
প্রশ্ন: 'খরিপ শস্য' বলতে কি বোঝায়?
উত্তর: গ্রীষ্মকালীন শস্যকে।
প্রশ্ন: বাংলাদেশে কে, কবে নীল চাষ শুরু করেন?
উত্তর: ফরাসি বণিক লুই বন্ড ১৭৭৭ সালে আমেরিকা থেকে নীল এনে নীল চাষ শুরু করেন।
প্রশ্ন: বাংলাদেশে চাষের অযোগ্য জমির পরিমাণ কত?
উ: ২৫ লক্ষ ৮০ হাজার একর।
প্রশ্ন: বাংলাদেশের অর্থনীতির প্রধান খাত কি?
উত্তর: কৃষি।
প্রশ্ন: কৃষিকাজের জন্য সর্বাপেক্ষা উপযুক্ত মাটি কোনটি?
উ: পলি মাটি।
প্রশ্ন: বাংলাদেশে প্রথম কৃষিশুমারি অনুষ্ঠিত হয় কবে?
উত্তর: ১৯৬০ সালে (স্বাধীন বাংলাদেশে ১৯৭৭ সালে)।
প্রশ্ন: কোন জেলাকে শস্য ভাণ্ডার বলা হয়?
উ: বরিশালকে।
প্রশ্ন: বাংলাদেশের কৃষি মন্ত্রণালয়ের ইংরেজি নাম কি?
উত্তর: Ministry of Agriculture।
প্রশ্ন: সার্ক কৃষি কেন্দ্র (SAC) কোথায় অবস্থিত?
উত্তর: ফার্মগেট, ঢাকা।
প্রশ্ন: সার্ক কৃষি কেন্দ্র প্রতিষ্ঠিত হয় কবে?
উত্তর: ১৯৮৯ সালে।
প্রশ্ন: BJRI-এর পূর্ণরূপ কি?
উত্তর: Bangladesh Jute Research Institute।
প্রশ্ন: BADC-এর পূর্ণরূপ কি?
উত্তর: Bangladesh Agricultural Development Corporation।
প্রশ্ন: বাংলাদেশ ফলিত পুষ্টি গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউট কবে প্রতিষ্ঠিত হয়?
উত্তর: ১৯ জুন ২০১২ (উল্লেখ্য, BARTAN নামে প্রতিষ্ঠা হয়েছিল ১৯৬৮ সালে)।
প্রশ্ন: বীজ প্রত্যয়ন এজেন্সী (SCA) কবে প্রতিষ্ঠিত হয়?
উত্তর: ১৯৭৪ সালে।
প্রশ্ন: কৃষি বিপণন অধিদপ্তর কবে প্রতিষ্ঠিত হয়?
উত্তর: ১৯৩৪ সালে।
প্রশ্ন: জুমচাষ করা হয় কোন এলাকায়?
উত্তর: পাহাড়ি এলাকায়।
প্রশ্ন: বাংলাদেশের প্রধান অর্থকরী ফসল কোনটি?
উ: পাট।
প্রশ্ন: স্বর্ণা কী?
উ: এক প্রকার জৈব সার।
প্রশ্ন: স্বর্ণা সার কে আবিষ্কার করেন?
উ: ড. সৈয়দ আবদুল খালেক।
প্রশ্ন: স্বর্ণা সার কত সালে আবিষ্কৃত হয়?
উ: ১৯৮৭ সালে।
প্রশ্ন: স্বর্ণা সারের বৈজ্ঞানিক নাম কী?
উ: ফাইটা হারমোন ইনডিউসার।
প্রশ্ন: বাংলাদেশ খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জন করে কবে?
উ: ২০০০ সালে।
প্রশ্ন: কৃষি উন্নয়নে “রাষ্ট্রপতি পুরস্কার” প্রদান করা হয় কত সাল থেকে?
উ: ১৯৭৩ সাল থেকে।
প্রশ্ন: আণবিক কৃষি গবেষণা প্রতিষ্ঠান (BINA) কবে প্রতিষ্ঠিত হয়?
উ: ১৯৭২ সালে। (বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় চত্বরে)।
প্রশ্ন: সরকার কোন তারিখ কে জাতীয় কৃষিদিবস হিসেবে ঘোষণা করেছে?
উ: পহেলা অগ্রহায়ণকে।
প্রশ্ন: দেশে বীজ শোধন যন্ত্রের উদ্ভাবক কে?
উ: প্রফেসর ড: বাহাদুর মিয়া।
প্রশ্ন: বাংলাদেশের দ্বিতীয় অর্থকরী ফসল কোনটি?
উ: চা।
প্রশ্ন: খরিপ শস্য বলতে কী বুঝ?
উ: গ্রীষ্মকালীন শস্যকে।
প্রশ্ন: রবি শস্য বলতে কী বুঝ?
উ: শীতকালীণ শস্যকে।
প্রশ্ন: চাষাবাদের সুবিধার্থে বাংলাদেশের ঋতুকে কয়ভাগে ভাগ করা হয়েছে?
উ: ২ ভাগে। যথা: রবি ঋতু ও খরিপ ঋতু।
প্রশ্ন: বাংলাদেশে ফসল তোলা ঋতু কতটি ও কী কী?
উ: ৩টি। (ক) ভাদাই (২) হৈমন্তিক (৩) রবি।
প্রশ্ন: প্রত্যক্ষ বা পরোক্ষভাবে কৃষির ওপর নির্ভরশীল কত ভাগ লোক?
উ: ৮০ ভাগ।
ধান
প্রশ্ন: বাংলাদেশের প্রধান খাদ্যশস্য কী?
উ: ধান।
প্রশ্ন: ধান উৎপাদনে পৃথিবীতে শীর্ষ দেশ কোনটি?
উ: চীন।
প্রশ্ন: ইরিটম কী?
উ: বাংলাদেশের একটি উন্নতমানের ধান।
প্রশ্ন: বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের নাম কী?
উ: বিরি (BRRI)।
প্রশ্ন: বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট কোথায় অবস্থিত?
উ: জয়দেবপুরে।
প্রশ্ন: BARI এর কাজ কী?
উ: কৃষি উন্নয়ন।
প্রশ্ন: বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট কবে প্রতিষ্ঠিত হয়?
উ: ১৯৭৬ সালে।
প্রশ্ন: আন্তর্জাতিক ধান গবেষণা ইনস্টিটিউট কোথায় অবস্থিত?
উ: ম্যানিলা।
প্রশ্ন: 'বাংলামতি' কি?
উ: এক ধরনের সুগন্ধি ধান।
প্রশ্ন: উফসী কী?
উ: উন্নতজাতের আধুনিক ধান চাষ।
প্রশ্ন: আন্তর্জাতিক ধান গবেষণা ইনস্টিটিউট (IRRI) কত সালে প্রতিষ্ঠিত হয়?
উ: ১৯৬০ সালে।
প্রশ্ন: বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের নাম কী?
উ: BARI।
প্রশ্ন: BARI কোথায় অবস্থিত?
উ: জয়দেবপুর।
প্রশ্ন: বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট প্রতিষ্ঠিত হয় কবে?
উ: ১৯৭০ সালে।
পাট
প্রশ্ন: বাংলাদেশের প্রধান অর্থকরী ফসল কী?
উ: পাট।
প্রশ্ন: পাটকে কী বলা হয়?
উ: সোনালি আঁশ।
প্রশ্ন: বাংলাদেশের পাট গবেষণা ইনস্টিটিউট প্রতিষ্ঠিত হয় কত সালে?
উ: ১৯৫১ সালে।
প্রশ্ন: বাংলাদেশের পাট গবেষণা বোর্ড কোথায় অবস্থিত?
উ: মানিকগঞ্জে।
প্রশ্ন: পাটকে কয় শ্রেণীতে ভাগ করা হয়?
উ: ৩ শ্রেণীতে। (ক) হোয়াইট (খ) তোসা ও (৩) মেসতা।
প্রশ্ন: পাট উৎপাদনে বিশ্বে প্রথম দেশ কোনটি?
উ: ভারত।
প্রশ্ন: পাট উৎপাদনে দ্বিতীয় দেশ কোনটি?
উ: বাংলাদেশ।
প্রশ্ন: জুটনের আবিষ্কারক কে?
উ: ড. মোহাম্মদ ছিদ্দিকুল্ল্যাহ।
প্রশ্ন: একটি কাঁচা পাটের গাইডের ওজন কত?
উ: সাড়ে তিন মণ।
প্রশ্ন: পাট বীজ বপন করা হয় কখন?
উ: ফেব্রুয়ারি-এপ্রিল মাসে।
প্রশ্ন: প্রাচ্যের ডান্ডি বলা হয় কাকে?
উ: নারায়ণগঞ্জকে।
প্রশ্ন: আন্তর্জাতিক পাট সংস্থার কী নাম?
উ: আইজেও (আন্তর্জাতিক পাট সংস্থা)।
প্রশ্ন: IJSG কত সালে প্রতিষ্ঠিত হয়?
উ: ২৭ এপ্রিল, ২০০২ সালে।
প্রশ্ন: 'তোষা' ডি-১৫৪ কী?
উ: উন্নত জাতের পাট।
প্রশ্ন: আন্তর্জাতিক পাট সংস্থার সদর দপ্তর কোথায় অবস্থিত?
উ: ফার্মগেট, ঢাকায়।
প্রশ্ন: আন্তর্জাতিক পাট সংস্থা কত সালে প্রতিষ্ঠিত হয়?
উ: ১৯৮৪ সালে।
প্রশ্ন: বাংলাদেশে পাট ব্যবসার প্রধান কেন্দ্র কোনটি?
উ: নারায়ণগঞ্জ।
প্রশ্ন: পৃথিবীর সবচেয়ে বড় পাটকল কোনটি?
উ: আদমজি পাটকল (বাংলাদেশ) (১৯৫১)।
প্রশ্ন: পাট কাটার সময় কখন?
উ: জুন-সেপ্টেম্বর মাসে।
প্রশ্ন: জুটন কী?
উ: ৭০ ভাগ পাট ও ৩০ ভাগ তুলার সংমিশ্রণে তৈরি এক প্রকার বস্ত্র।
প্রশ্ন: বাংলাদেশের পাট গবেষণা ইনস্টিটিউট কোথায় অবস্থিত?
উ: ঢাকার শেরে বাংলা নগরে।
গম
প্রশ্ন: বাংলাদেশের কোন্ জেলায় বেশি গম উৎপাদিত হয়?
উ: রংপুরে।
প্রশ্ন: বাংলাদেশে উৎপন্ন উন্নত জাতের গমের নাম কী?
উ: অঘ্রাণী-সোনালিকা, বলাকা, দোয়েল, আনন্দ, আকবর, কাঞ্চন, বরকত, হনিয়া ৬৬।
প্রশ্ন: বাংলাদেশে প্রতি একরে গমের উৎপাদন কত?
উ: ৮৩১ কেজি।
চা
প্রশ্ন: বাংলাদেশের দ্বিতীয় অর্থকরী ফসল কোন্টি?
উ: চা।
প্রশ্ন: বাংলাদেশে সর্বপ্রথম চা চাষ শুরু হয় কবে?
উ: ১৮৪০ সালে (চট্টগ্রাম ক্লাব প্রাঙ্গণে)।
প্রশ্ন: বাংলাদেশে বাণিজ্যিক ভিত্তিতে প্রথম চা চাষ শুরু হয় কবে?
উ: ১৮৫৭ সালে।
প্রশ্ন: বাংলাদেশে প্রথম চা বাগান কোনটি?
উ: সিলেটের মালনিছড়া।
প্রশ্ন: কোন জেলায় সবচেয়ে বেশি চা জন্মে?
উ: মৌলভীবাজার জেলায়।
প্রশ্ন: বাংলাদেশে চা গবেষণা কেন্দ্র কোথায় অবস্থিত?
উ: মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গলে।
প্রশ্ন: দ্বিতীয় চা উৎপাদনকারী জেলা কোনটি?
উ: হবিগঞ্জ।
প্রশ্ন: চা চাষের জন্য প্রয়োজন কী?
উ: অধিক বৃষ্টিপাত সমৃদ্ধ পাহাড়ি ঢালু অঞ্চল।
প্রশ্ন: চা উৎপাদনে প্রথম দেশ কোনটি?
উ: ভারত।
প্রশ্ন: চা রপ্তানিতে শীর্ষ দেশ কোনটি?
উ: কেনিয়া।
কৃষি সংক্রান্ত অন্যান্য তথ্য
প্রশ্ন: রেশম বেশি উৎপন্ন হয় কোথায়?
উ: নবাবগঞ্জ (রাজশাহী)।
প্রশ্ন: বাংলাদেশে রেশম বোর্ড কোথায় অবস্থিত?
উ: রাজশাহীতে।
প্রশ্ন: তুলা জন্মে কোন জেলায় বেশি?
উ: যশোরে।
প্রশ্ন: কোন জেলায় তামাক জন্মে বেশি?
উ: রংপুরে।
প্রশ্ন: বাংলাদেশের কোথায় কোথায় রাবার উৎপন্ন হয়?
উ: চট্টগ্রাম, মধুপুর, পার্বত্য চট্টগ্রাম ও কক্সবাজারের রামু 'নামক স্থানে।
প্রশ্ন: রাবার চাষের জন্য বিখ্যাত স্থান কোনটি?
উ: কক্সবাজারের রামু।
প্রশ্ন: ইউরিয়া সার তৈরিতে কাঁচামাল হিসেবে কী ব্যবহৃত হয়?
উ: মিথেন গ্যাস।
প্রশ্ন: বাংলাদেশে রাবার চাষ শুরু হয় কবে?
উ: ১৯৬৫ সালে।
প্রশ্ন: বাংলাদেশের কোন জেলায় বেশি আনারস উৎপন্ন হয়?
উ: পার্বত্য চট্টগ্রাম ও সিলেট জেলায়।
প্রশ্ন: পাহাড়ি এলাকা আনারস চাষের ফলে কী হয়?
উ: মাটির উর্বরতা বৃদ্ধি পায়।
প্রশ্ন: বাংলাদেশে সবচেয়ে বড় সেচ প্রকল্প কোনটি?
উ: তিস্তা বাঁধ প্রকল্প (রংপুর)।
প্রশ্ন: নদী ছাড়া 'যমুনা' কী?
উ: মরিচ।
প্রশ্ন: পাখি ছাড়া 'ময়না' কী?
উ: উন্নত জাতের ধান।
প্রশ্ন: নদী ছাড়া 'মহানন্দা' কী?
উ: উন্নত জাতের আম।
প্রশ্ন: পাখি ছাড়া 'বলাকা', 'দোয়েল' কী শস্য?
উ: উন্নত জাতের গম।
প্রশ্ন: বাংলাদেশে রেশম গুটির চাষ বেশি হয় কোথায়?
উ: চাঁপাই নবাবগঞ্জে।
প্রশ্ন: বাংলাদেশে ইক্ষু গবেষণা কেন্দ্র কোথায় অবস্থিত?
উ: ঈশ্বরদীতে।
প্রশ্ন: বাংলাদেশের মসলা গবেষণা কেন্দ্র কোথায় অবস্থিত?
উ: বগুড়া।
প্রশ্ন: কোন ভূমিরূপটি বাংলাদেশে দেখা যায় না?
উ: মালভূমি।
প্রশ্ন: বাংলাদেশের বৃহত্তম কৃষি উদ্যান কোনটি?
উ: গাজীপুর জেলার কাশিমপুরে।
প্রশ্ন: পেঁয়াজ বীজ বোনা হয় কখন?
উ: অক্টোবর-নভেম্বর মাসে।
প্রশ্ন: আমন ধান রোপণ করা হয় কখন?
উ: জুলাই-আগস্ট মাসে।
প্রশ্ন: বাংলাদেশের কোন কোন জেলায় প্রচুর নারিকেল পাওয়া যায়?
উ: বরিশাল, খুলনা, নোয়াখালী ও যশোরে।
প্রশ্ন: 'পদ্মা' নদী ব্যতীত কোন জাতীয় শস্যের বীজের নাম?
উ: উন্নত জাতের তরমুজ।
প্রশ্ন: সম্প্রতি বাংলাদেশে উদ্ভাবিত প্রথম হাইব্রিড
টমেটোর নাম কী?
উ: মিন্টু।
প্রশ্ন: বাংলাদেশের ডাল গবেষণা কেন্দ্র কোথায় অবস্থিত?
উ: ঈশ্বরদীতে।
প্রশ্ন: বাংলাদেশের আম গবেষণা কেন্দ্র কোথায় অবস্থিত?
উ: চাঁপাই নবাবগঞ্জ।
প্রশ্ন: জুমচাষ করা হয় কোন এলাকায়?
উ: পাহাড়ি এলাকায়।
প্রশ্ন: তামাক বীজ বোনা হয় কখন?
উ: অক্টোবর-নভেম্বর মাসে।
প্রশ্ন: আলু বীজ লাগানো হয় কখন?
উ: অক্টোবর-নভেম্বর মাসে।
প্রশ্ন: বাংলাদেশের কোন বিজ্ঞানী সার ও বীজ ছিটানোর যন্ত্র আবিষ্কার করেন?
উ: এটিএম জিয়া উদ্দিন।